Image description

আইন শৃৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে (১৫ জুলাই) জেলা শহরের চৌরঙ্গি মোড়স্থ দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ মফিদুল আলম খান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ।

প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং ষড়যন্ত্র মুলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

এরআগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারী জেলাতে বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এতে অংশ নেন।