শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারের মূল লক্ষ হলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে স্বাক্ষর করে গড়ে তুলা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখায় শিশুরা বেসিক শিক্ষা অর্জন করে৷শিক্ষকদেরও আরো দায়িত্ববান হতে হবে৷বিদ্যালয় ফাঁকিবাজির জায়গা না সকল শিক্ষকদেরকে ফাঁকিবাজি বন্ধ করতে হবে৷শিশুদেরকে সুশিক্ষা দিতে হবে৷
আজ রবিবারে (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই জীবন গঠনের মূল পাথেয় শিশুদের শিক্ষার মূল সূতিকাগারই হলো প্রাথমিক শিক্ষা৷ তিনি শিক্ষক, কর্মকর্তাব ও অভিভাবকসহ সকলকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা কামনা করেন৷
জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো: শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, প্রাথমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো: নুরুল ইসলাম প্রমূখ
মতবিনিয়ম সভা শেষে উপদেষ্টা হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন৷
Comments