
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা ফ্ল্যাট জালিয়াতি মামলা স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রমে তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।
দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান, মামলার অন্যতম আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তার দাবি, টিউলিপসহ মামলার অন্য আসামীরা এ আদেশের সুবিধা পাবেন না।
গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলাটি করে দুদক। মামলাটিতে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেনকেই আসামী করা হয়েছে।
এম এ আজিজ খান বলেন, ‘রাজউকের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন খসরুজ্জামান। টিউলিপ সিদ্দিকের যে প্লটগুলা রয়েছে সেগুলা অ্যালট (বরাদ্দ) করার জন্য মতামত দিয়েছিলেন। সেভাবে এই মামলায় অভিযুক্ত হয়েছেন। সেইজন্য উনিই শুধু এসেছিলেন মামলাটি কোয়াশ বা বাতিল করে দেওয়ার জন্য।’
দুদকের আইনজীবী বলেন, ‘যেহেতু এটা শুধুমাত্র এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। তাই কোর্টকে বলেছিলাম এফআইআর বাতিল করা যায় না, ইনভেস্টিগেশন বন্ধ করা যায় না। একজনের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়ায় অন্য আসামিরা এ আদেশের বেনিফিট পাবেন না এবং অনুসন্ধান বাধাগ্রস্ত হবে না।’
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করবে বলেও জানান এই আইনজীবী।
Comments