Image description

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ হয় শিশু আইয়ান সাদাব (৪) ও সিফাত (১১)। গতকাল শনিবার পরিত্যক্ত ডোবা থেকে সিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। শিশু সাদাবের সন্ধান মেলেনি এখনও। তার পরিবারের কাছ থেকে তিন দফায় মুক্তিপণ আদায় করেছে একটি চক্র।

জানা যায়, নিহত সিফাত পাগলা থানার চরশাঁখচূড়া গ্রামের প্রবাসী নূর ইসলামের ছেলে। অন্যদিকে আইয়ান সাদাব নিখোঁজ হওয়ার ঘটনায় শুক্রবার রাতে তার নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সুলতান মিয়া জানান, শনিবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে অপরিচিতি ব্যক্তি কল করে সাদাবের মা সুমি আক্তারের কাছে প্রথমে ২০ হাজার টাকা এবং পরে ৩০ হাজার টাকা মুক্তিপণ চায়। এ অনুযায়ী প্রথমে ২০ হাজার এবং পরে দুই দফায় আট হাজার টাকা মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠানো হয়।

সাদাবের নানা আরও জানান, টাকা পেলে নাতিকে গফরগাঁও রেলস্টেশন রোডের জামতলী মোড় সিএনজি স্ট্যান্ডে রেখে যাবে বলে অপহরণকারীরা জানিয়েছিল। কিন্তু টাকা নিয়ে অপহরণকারীরা মুঠোফোন নম্বরগুলো বন্ধ করে দেয়।

নিখোঁজ শিশুটির মা সুমি আক্তার বলেন, ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় তাদের কথামত তিনবারে ২৮ হাজার টাকা মুক্তিপণ দিয়েছি। কিন্তু ওরা এখনও আমার ছেলে সাদাবকে ফেরত দেয়নি।

অন্যদিকে নিহত শিশু সিফাতের মা কবিতা বেগম বলেন, একই এলাকার বখাটে আরমান আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত বুধবার রাতে বাড়ি এসে আরমান মেয়েকে হুমকি-ধামকি দিয়ে যায়।

রহস্যজনকভাবে সিফাতের পরিবার এ বিষয়ে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো থানায় মামলা করতে যায়নি তারা। সিফাতের মা সাবিনা আক্তার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে মামলা করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অপহরণ ও খুনে সন্দেহভাজন ব্যক্তি এক বিএনপি নেতার ঘনিষ্ঠ। তাই ভয়ে নিহত শিশুর পরিবার মামলা করার সাহস পাচ্ছে না। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।