
ছাটাইকৃত ১৭ জন শ্রমিককে পূর্ণবহালের দাবিতে এবং কারখানার দুই কর্মকর্তাকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ণ নীট ওয়্যার লিমিটেড কারখানায় ওই ঘটনা ঘটেছে।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ণ নীট ওয়্যার লিমিটেড কারখানায় বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি আদায়ের বিক্ষোভসহ নানা কর্মকর্সূচী পালন করা হয়। এসব আন্দোলনে যেসকল শ্রমিকরা নেতৃত্ব দিয়েছে কারখানা কর্তৃপক্ষকে একটি তালিকা তৈরি করে। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানার প্রধান ফটকে ১৭ জন শ্রমিককে ছাটাইয়ের নোটিশ দিয়ে দেয়া হয়। পরদিন শুক্রবার কারখানা বন্ধছিল। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ জন শ্রমিক ছাটাইয়ের বিষয়টি জানতে পারেন। পরে সকাল ৮ টায় কর্মবিরতি শুরু করে এবং তারা কারখানা ভিতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এসময়ে শ্রমিকরা ছাটাইকৃত শ্রমিকদের পূর্ণবহাল এবং কারখানা মহা ব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানকে পদ্যতাগের দাবি জানান। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রন করার চেষ্টা করে। তবে শেষ খবর পাওয়া পযন্ত সকাল ১০ টা নাগাদ শ্রমিদের বিক্ষোভ চলছিল।
কারখানার শ্রমিক ফারহান আহমেদ বলেন, কারখানা কর্তৃপক্ষকে তাদের ১৭ জন শ্রমিককে অবৈধভাবে ছাটাই করেছে যা শ্রমআইনের পরিপন্থি। কারখানার শ্রমিকদের দাবি আদায়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ হলেও শ্রমিকরা কোন রকমের ক্ষতিসাধন করেনি। ন্যায্য দাবি আদায়ে আমরা বিক্ষোভ করেছি। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলমান আছে।
Comments