Image description

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোড়াপাড়া মদিনা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাহেব আলীর ছেলে সোহাগ জানান, তার বাবা এশার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। পথেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।

সোহাগ আরও বলেন, তার বাবার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সাহেব আলীর মাছের ঘেরসহ অন্যান্য ব্যবসা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।