Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রিয়া খানম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রিয়া বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

বসুপটি গ্রামের হুমায়ুন কবীর জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রিয়া ও তার প্রতিবেশীরা বাড়ি পাশে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় হঠাৎ করে পুকুরের গভীরে চলে যায়। প্রিয়া সাঁতার না জানায় আর উঠতে পারেনি। এদিকে প্রিয়াকে দেখতে না পেয়ে সাথে থাকা সমবয়সি প্রতিবেশীরা তাকে পানিতে খুঁজতে থাকেন। বিষয়টি জানাজানি হলে তার বাড়ির লোকজন এসেও পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে প্রিয়াকে খুঁজে পেয়ে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকলে দাফনের অনুমতি দেয়া হবে।