
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে৷ সোমবার রাত ৮টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকার এ ঘটনায় তাদের বাবা-মাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন নিহতদের চাচা ও স্থানীয়রা। নিহত লামিয়া ও সামিহার বয়স ৬-৭ মাস হতে পারে।
এ ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া নিহতদের বাবা-মা হলেন মো. সোহাগ (২৮) ও শান্তা (২৪)। পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শিশু দুটির বাবা সোহাগের অভিযোগ, তাদের মা শান্তা সন্তানদের পুকুরে ফেলে দিয়েছেন। অন্যদিকে মা শান্তা দাবি করেছেন, বাবা সোহাগই তাদের পানিতে ফেলে হত্যা করেছেন।
এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সিনথিয়া নূর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আনার বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
Comments