Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকাবাজার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

নিহতরা হলেন- টাঙ্গাব ইউনিয়নের বামনখালী বটতলা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসাইন (৫০) এবং দিঘীরপাড় গ্রামের অটোরিকশাচালক ওয়াসিম (২৮)।

আহতরা হলেন- গফরগাঁও পৌরশহরের ষোলহাসিয়া গ্রামের নাজমুল (৩০) পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের জিহাদ(২৪)। তাদের আশঙ্কাজনক অবস্থা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাগলা থানা ওসি ফেরদৌস আলম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাংগাব এলাকা থেকে যাত্রীবাহী অটোরিকশা কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পাঁচবাগ এলাকা চৌকা বাজার পর্যন্ত যেতেই দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ইকবাল এবং হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চালক ওয়াসিম মারা যান। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।