Image description

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট ড্র-তে আড়াই কোটি দিরহামের (বাংলাদেশি টাকায় ৮৩ কোটি ৪৯ লাখ ৫ হাজার ২৬২ টাকা ) পুরস্কার জিতলেন এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, লটারি বিজয়ী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবির বাসিন্দা। মোহাম্মদ নাসের বিগ টিকেট র‍্যাফেল ড্রর ইতিহাসে অন্যতম বড় অঙ্কের পুরস্কার বিজয়ী হিসেবে নাম লেখালেন।

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ড্র অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা বিজয়ী বেলালকে ফোন করলেও তিনি এখনও সাড়া দেননি। তাঁর টিকেট নম্বর ০৬১০৮০। গত ২৪ জুন তিনি টিকিট ক্রয় করেছিলেন।

এর আগে গত মাসে, সিরিজ ২৭৫-এর ড্র-তে আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল ধাহেরি ২ কোটি দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন। একইসঙ্গে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্রতে ১ লাখ ৫০ হাজার দিরহাম জেতেন।