গফরগাঁওয়ে নৌকাডুবিঃ নিখোঁজ আরও ২ শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় অর্ধবার্ষিক পরীক্ষা দিতে আসার পথে ৬ শিক্ষার্থীসহ ৯ জন যাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনার এক ঘন্টা পর স্থানীয়র জেলেরা জাল ফেলে ৯ম শ্রেণিতে পড়ুয়া শাপলা আক্তার নামে এক নারী শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। নৌকা ডুবির ঘটনায় আরও দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিখোঁজের প্রায় ৯ ঘন্টা পর বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের মহরখাঁ ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী আবিদ ও জুনায়েদ এর লাশ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ নিয়ে তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হল।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে শিশু শিক্ষার্থী আবিদ ও একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শিশু শিক্ষার্থী জুনায়েদ।
এর আগে গত মঙ্গলবার একই এলাকার মাঈনুউদ্দিনে মেয়ে ৯ম শ্রেণির নারী শিক্ষার্থী শাপলা আক্তারের লাশ জেলেরা জাল ফেলে উদ্ধার করে । নিহত তিনজনের মধ্যে আবিদ ও জুনায়েদ দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসায় এফতেদায়ী শাখায় ১ম শ্রেণিতে অধ্যয়ণরত ছিল। আর শাপলা আক্তার একই প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
বিরই নদীরপাড় দাখিল মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে স্বজনরা নিখোঁজ দুই শিক্ষার্থী আবিদ ও জুনায়েদকে খুঁজতে নৌকা নিয়ে বের হয়। এক পর্যায়ে ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূরে টাংগাব ইউনিয়নের বটতলা এলাকার পূর্বে মহরখাঁ ঘাট এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে। পরে স্থানীয়দেও সহযোগিতায় পরিবারের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে।
তিনি আরও বলেন ঘটনাটি খুবই কষ্টদায়ক। নিহত তিনজনেই আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের তিন শিক্ষার্থীসহ ৯ জন খেয়া পারাপারের নৌকায় করে ব্রহ্মপুত্র পাড়ি দেয়ায় সময় গফরগাঁওয়ের পাগলা থানার বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্রের পাড়ের কাছাকাছি এসে ডুবে যায়। এ সময় প্রবল স্রোত ও ঢেউয়ের কারনে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নিহত ওই তিন শিক্ষার্থী তীরে উঠতে পারেননি।
Comments