
খুলনার হরিণটানায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার(৩০ জুন) সকাল সকাল ৯টার দিকে হোগলাডাঙ্গা মোড়ের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হরিণটানার বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা রায়হান( ১৬) এবং জুয়েল বাবু(৪০ )। তাৎক্ষণিকভাবে জুয়েল বাবুর ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার দিক থেকে আসা একটি ট্রাক হোগলাডাঙ্গা মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়, যার ফলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক কবির এবং যাত্রী টিটু, হাসিব ও নগেন্দ্রনাথ সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানিয়েছেন, "ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা গেছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।"
Comments