চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি ও স্বীকৃতির দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি, স্থায়ী স্বীকৃতি এবং ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে সারা দেশে ১,৭৭১টি অনুমোদিত প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘদিন ধরে এমপিওভুক্তি ও স্থায়ী স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
এসময় বক্তারা বলেন, “প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে এসব বিদ্যালয়কে এমপিওভুক্তির আওতায় আনতে হবে। অনেক শিক্ষক নামমাত্র সম্মানীতে মানবেতর জীবনযাপন করছেন।”
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১০ ডিসেম্বর প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষা নীতিমালা ২০১১ অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও তা আজও কার্যকর হয়নি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বাবু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আহসান হাবীব, ও সহজ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
Comments