ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ। যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বাবুরহাট সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)।
মঙ্গলবার ২৭ মে রাত চারটার দিকে ভূরুঙ্গামারীর তিনটি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরিককে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে তিন বিজিবি ক্যাম্পের সদস্যরা।
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে পুশইন করে ২৩ জন কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরিক বিজিবি কেদার, সোনাহাট ও বাবুরহাট ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছেন।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।
Comments