
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় ট্রেন থেকে ছিটকে পড়ে আকাশ হোসেন (২৪) নামের এক যুবক মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সেনেরহুদা কেন্দ্রীয় মসজিদ পাড়ার বাসিন্দা এবং জিন্নাত আলীর একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে চুয়াডাঙ্গা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে কোথাও যাওয়ার সময় জয়রামপুর এলাকায় ট্রেন থেকে হঠাৎ ছিটকে পড়ে যান আকাশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments