
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীড় ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা বেগম (৩৫) ও বাউড়া ফকিরের ছেলে সোলায়মান বাবু (৭০)। সম্পর্কে তারা শ্বশুর ও বউমা।
স্থানীয়রা জানান, ঝড়বৃষ্টিতে ভাঙ্গা ঘর মেরামত করার সময় বিদ্যুতের ছেড়াতারে বিদ্যুতায়িত হন শাবানা ও তার শ্বশুর সোলায়মান এবং শ্বাশুরি ওয়াতন বেগম (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ঘটনাস্থলে শ্বশুর ও বউমা মারা যান। গুরুত্বর অবস্থায় শ্বাশুরি ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments