Image description

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২৫) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী (৫০) একই এলাকার বাসিন্দা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাঠানো হলেও সেখান থেকে ফিরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও পরবর্তীতে আবার মালয়েশিয়া যান এবং বছরখানেক আগে ফিরে আসেন। এরপর তিনি কোনো কাজ না করে বাবার জমানো আট লাখ টাকা খরচ করে ফেলেন। সম্প্রতি তিনি বাবার কাছে আরও টাকা চাইলে বিরোধ সৃষ্টি হয় এবং প্রায়ই ঝগড়া হতো। এমনকি আনোয়ার পুকুরে চাষ করা মাছও বিক্রি করে দেন।

ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে আনোয়ার বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে পিটিয়ে আহত করেন এবং বাধা দিলে বাবাকেও মারধর করেন। এসব ঘটনার জের ধরে রাগে ও ক্ষোভে মোহাম্মদ আলী গভীর রাতে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।