Image description

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চামটা এলাকায় তিন ফসলি জমিতে পুকুর খনন হচ্ছে এই সংবাদ পেয়ে সরেজমিনে এসে এর সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে এই খননকাজে সম্পৃক্ত ওই জমির মালিক খায়রুলকে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেয় আদালত। 

এদিকে, বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সহায়তায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক জহুরুল ইসলাম ও নিউ কুমিল্লা বেকারীর মালিক কামাল হোসেন এবং রয়না মোড়ের রাবেয়া বেকারীর মালিক আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এসব জরিমানা করেন। 

এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের মাঠকর্মী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।