Image description

উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার যে পদক্ষেপই নেবে, তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধী দলের। বৃহস্পতিবার দেশটির সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে এমন কথা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রুদ্ধদ্বার ওই বৈঠকে গোয়েন্দা-ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে মোদি সরকার। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরুক।

গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়।