Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ করেছে বিএসএফ। শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএমপি ৭ হতে ৭০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর অরুণ ক্যাম্পের কিছু সংখ্যক বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় মাটি খননের যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে জমি হতে মাটি কেটে ট্রলি-ট্রাক্টরে করে অরুণ ক্যাম্পের ভিতরে নিয়ে যায়।

বিএসএফের মাটি কাটার তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজের তীব্র বাধা ও প্রতিবাদ জানায়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিয়ে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ।

এ-বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ রেখেছে বিএসএফ।

পরবর্তীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে বিএসএফকে কড়া বার্তা দেয়া হয়েছে। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।