Image description

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্য সোমবার দিনব্যাপী এই অভিযান চালানো হয় ।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানের দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট থানার ওসিদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬টি থানার নিয়মিত টহল ও বিশেষ দল অংশ নেয়। এর মধ্যে আদাবর থানা সর্বাধিক ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হাতিরঝিল থানা ১১ জন, মোহাম্মদপুর থানা ৬ জন, তেজগাঁও থানা ৮ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা ৭ জন করে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।