
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া নগর ভবনের মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন।
বাজেটের প্রধান খাত
মোট আয়: বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে প্রারম্ভিক আয় ৮৪৫.১৬ কোটি টাকা, রাজস্ব আয় ১৩২০.৪০ কোটি টাকা, অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক উৎস থেকে ১৪৬৯.২৪ কোটি টাকা প্রাপ্তির লক্ষ্য ধরা হয়েছে।
মোট ব্যয়: মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। পরিচালনা ব্যয় ৬৩৫.৩৩ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬.৬৪ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১৪৬৯.২৪ কোটি টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেট ছিল ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকা, যা সংশোধিত হয়ে ২ হাজার ৬৬৭.৫৯ কোটি টাকা হয়।
Comments