
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে সোমবার দিবাগত রাত দেড় টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান শিমু (১৪)। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার বাবার নাম ইলিয়াস কাঞ্চন সোহাগ। সে মোহাম্মদপুরের তাজমহল রোডের স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সাথে ঢাকা উদ্দ্যান এলাকায় থাকত।
জানা যায়, গত ৩ জুলাই ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হয় নুসরাত।
মৃতার চাচা আনোয়ার হোসেন জানান, ওইদিন তাদের একটি পারিবারিক প্রোগ্রাম ছিল।
সে রাত আনুমানিক ৯টার সময় ছাদে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে অসাবধনতাবশত নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিউরোসাজার্রী ইনিস্টিউটে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন জানান, মৃতার পরিবারের আবেদনে মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments