
রাজধানীতে মহাখালীতে ক্যানসার হাসপাতাল এলাকায় একটি পথশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বয়স আনুমানিক ৯ বছর।
আজ মঙ্গলবার ভোররাতের দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ভর্তি করেন শিশুটিকে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, ‘ক্যানসার হাসপাতালের পেছনে নির্জন জায়গা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই শিশুটি ফুটপাতেই থাকত। গত রাতে সে ধর্ষণের শিকার হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
Comments