Image description

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জুলাই জাগ্রত মঞ্চের ব্যানারে মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। এরপর “ধর্ষক” লেখা কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

মিছিলে শিক্ষার্থীরা “আমরা বোন ধর্ষিতা কেন? ইন্টারিম, জবাব চাই”, “ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমরা বোন ধর্ষিতা কেন? আসিফ নজরুল, জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, “জুলাই থেকে এ পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে, ইন্টারিম সরকারের অধীনে তার কোনো বিচার হয়নি। আমরা দ্রুত সকল ধর্ষণের বিচার চাই, কারণ বিচারে বিলম্ব হলে ঘটনাগুলো উপেক্ষিত হয়।”

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, “ধর্ষণের সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনের সব ধারা ত্বরান্বিত করা প্রয়োজন। আমরা এই মামলার দ্রুত বিচার দাবি করছি।”