Image description

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ছয় শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এই অনশন শুরু হয়।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শরমিলা জামান সেঁজুতি, আইন বিভাগের শওকত ওসমান সাক্ষর, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তাইজুল ইসলাম তাজ, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়ান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল এবং রসায়ন বিভাগের আবু বকর সিদ্দিক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন করছি, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে আমরা আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরমিলা জামান সেঁজুতি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনেও কর্তৃপক্ষের কোনো সাড়া পাইনি। জনভোগান্তি এড়াতে আমরা সড়ক অবরোধ করিনি। এখন আমরা চাই, কর্তৃপক্ষ আমাদের কাছে এসে জবাবদিহি করুক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”

প্রসঙ্গত, গত ৩৬ দিন ধরে ববির শিক্ষার্থীরা অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন।