Image description

গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর শাহবাগে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আহত করার ঘটনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বার্তায় অধ্যাপক ড.মো:আনোয়ারুল আজীম আখন্দ বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাই, এবং হামলায় আহত শিক্ষার্থীদের যথাযথ সুচিকিৎসার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

একই সাথে বার্তায়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সমূহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ।