Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে এক ছাত্রী তার ভাড়া বাসায় প্রবেশের চেষ্টাকালে দারোয়ানের সঙ্গে তর্কাতর্কি হয়। ছাত্রীর অভিযোগ, দারোয়ান তাকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

রোববার সকাল থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন ও প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। অপরদিকে, শিক্ষার্থীরা বলছেন, স্থানীয়রা মাইকে ডেকে লোকজন জড়ো করে তাদের ওপর হামলা চালিয়েছে।

সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা আহত হয়েছেন, প্রক্টর ও পুলিশের তিনটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল না বলে জানা গেছে।