জাবিতে গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের

গত বছর গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট-এর সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। একই সঙ্গে, ৪৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
সোমবার রাতে (৪ আগস্ট) সিন্ডিকেট সভার পর উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার সঙ্গে জড়িত মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ২২৯ জন, যার মধ্যে ৯৯ জন ছিলেন সাবেক শিক্ষার্থী এবং ১৩০ জন বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জনকে আজীবন বহিষ্কারের পাশাপাশি ৩৭ জনকে দুই বছর, ৮ জনকে এক বছর এবং ১ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
হামলায় জড়িত থাকার কারণে ৯৯ জন সাবেক শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের শিক্ষাসনদ বাতিল করা হয়েছে এবং ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। উপাচার্য আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের বহির্ভূত। তাই তাদের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)-তে পাঠানো হবে।
হামলার অভিযোগে অভিযুক্ত ৪০ জন শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২০ জন বর্তমান এবং ২০ জন সাবেক শিক্ষার্থী। তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব জানিয়েছেন, তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ পাওয়া যায়নি এবং ভিডিও ফুটেজেও তাদের সংশ্লিষ্টতার কোনো সূত্র মেলেনি।
Comments