
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্যের অপসারণ দাবিতে চলমান অনশন কর্মসূচি থেকে সরে আসেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করেও আন্দোলন প্রত্যাহারে রাজি করাতে ব্যর্থ হন তিনি।
আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না। এক দফা দাবির বিষয়ে অনড় থেকে তারা আজ তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষা উপদেষ্টা আলোচনার পর সাংবাদিকদের বলেন, ‘সমস্যার সমাধান আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ জরুরি।’
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা আরও দাবি করেন, উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণকে একমাত্র সমাধান হিসেবে দেখছেন। উপদেষ্টার উপস্থিতিতেও আন্দোলনকারীরা কর্মসূচি থেকে সরে না দাঁড়ানোয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে।
Comments