
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম যখন একটি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত তাকে ডেকে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করা।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে উল্লিখিত দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “মাহফুজ আলম বোমা ফাটিয়েছেন। এখন তিনি ভাবছেন সেটাকে না ফাটানো যায় কি না, কিন্তু বোমাটা ফেটে গেছে। সরকারের উচিত অতিদ্রুত মাহফুজ আলমের অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শুরু করা। দুদককে এ বিষয়ে নির্দেশ দেওয়া উচিত।”
ডা. জাহেদ আরও বলেন, “দুদক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজ উদ্যোগেও এই কাজ শুরু করতে পারে। তাদের এটা করা উচিত।” তিনি মনে করেন, এ ধরনের অভিযোগ যখন ঘর থেকে আসে, তখন জনগণ বুঝতে পারে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ কী পরিমাণ ধান্দাবাজির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “মাহফুজ আলম যে তথ্য দিয়েছেন, দুদকের উচিত তাকে ডেকে বিস্তারিত জেনে তদন্ত শুরু করা। এটা না করলে জনগণের মনে প্রশ্ন উঠবে।”
Comments