Image description

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আজ সদর উপজেলার হাসপাতাল রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পর্যবেক্ষণ ও তদারকি করা হয়।

অভিযানকালে জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার আওতায় উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উল্লেখ্য, জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যৌথভাবে পরিচালনা করেন, জান্নাতুল, হাসান, ইসমাঈল, হাসনাত, শাকিল এবং ওলি। অপরদিকে নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন মো: মমিনুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর  নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।