Image description

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়নের আলহাজ্ব মনোহর আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন ২০০-৩০০ বছরের পুরোনো সরকারি খাস খতিয়ানভুক্ত গণকবরস্থান থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের বাধা দেওয়ায় হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, ফলে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জুলফিকার আলীর পুত্র মোরশেদুল আলম ও মামুনুর রশীদ কবরস্থানের জমি নিজেদের দাবি করে ১০টি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় মসজিদ ও কবরস্থানের মতোয়াল্লীসহ স্থানীয়রা বাধা দেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ।

মতোয়াল্লী নুর মোহাম্মদ আব্দুর রহমান রাহাত চৌধুরী বলেন, “আমাদের পূর্বপুরুষের দেওয়া এই গণকবরস্থান থেকে জোরপূর্বক গাছ কাটার খবর পেয়ে বাধা দিলে তারা হামলার চেষ্টা করে এবং মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। আমরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

অভিযুক্ত মোরশেদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।