
ফরিদপুরের সদরপুরে কোটি টাকার সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭৪০৮ দাগের প্রায় ১৫২ শতাংশ জমিতে বালু ফেলে দখল করেন স্থানীয় প্রভাবশালী রশিদ খান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী রশিদ খান খাস জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে তিনি জমিতে বালু ফেলে দখল করে নেন।
স্থানীয় বাসিন্দা নিলয় রঞ্জন সরকার বলেন, এ জমি বহুদিন ধরে খালি পড়ে আছে। হঠাৎ রাতের আঁধারে দখল শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয়।
আরেকজন বাসিন্দা আব্দুল কুদ্দুস খান বলেন, সরকারি জমি দখল হয়ে গেলে এলাকার গরিব মানুষগুলো বঞ্চিত হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আরও অনেকে একইভাবে খাস জমি দখল করবে।
এ বিষয়ে চরবিষ্ণুপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, এ বিষয়ে খবর পেয়ে কাজ বন্ধ হয়েছে এবং নোটিশ প্রদান করে হয়েছে।
Comments