Image description

শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুরে প্রোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) ও সুমিথ ফাউন্ডেশনের সহায়তায় হতদরিদ্র ও আদিবাসী পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত (২০ আগস্ট) বুধবার বিকেলে এসআইডিপি’র আয়োজনে মোট ১ লাখ ২৬ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে ১টি পরিবারকে গরু, ৪টি পরিবারকে ছাগল, ১টি পরিবারকে ভেড়া, ৫টি পরিবারকে খাদ্য সহায়তা, ২টি পরিবারকে চিকিৎসা সহায়তা এবং ২টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও, ১৫টি পরিবারের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তছির উদ্দীন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শাওন, ইউপি সদস্যা কল্পনা খাতুন, জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ এবং ইউনিয়ন সমন্বয়কারী শরীফ উদ্দীন। এসআইডিপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।