শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে সাভারে খেলাফত মজলিসের বিজয় র্যালি

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের প্রথম বার্ষিকী ও ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকার সাভারে বাংলাদেশ খেলাফত মজলিস ‘বিজয় র্যালি’ করেছে। মঙ্গলবার সকাল ৯টায় সাভার মডেল মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়, যা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড পদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী। সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী।
সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামা, ছাত্র ও জনতার ক্ষোভ গণ-অভ্যুত্থানে রূপ নেয়। শত শত শিক্ষার্থী ও জনতার জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আমাদের সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তব্য দেন ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সহ-সভাপতি মাওলানা সাহেদ জাহেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার হোসাইন প্রমুখ।
র্যালি শেষে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত শহিদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Comments