
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো নিয়ে বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে বরখাস্তসহ বিভাগীয় মামলা দায়ের করা হতে পারে।
এই ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে 'স্বাধীন মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ' বলে অভিহিত করছেন, আবার কেউ কেউ শিক্ষিকার পক্ষ নিয়ে বলছেন, 'বঙ্গবন্ধুর অবমাননা গ্রহণযোগ্য নয়।'
এর আগে, গত ৩ আগস্ট বিতর্কের সৃষ্টি হলে শামীমা ইয়াছমিন সাংবাদিকদের বলেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে এবং শ্রদ্ধার কারণে বঙ্গবন্ধুর ছবি টানিয়েছিলেন। তার মতে, ছবি সরানোর কোনো নির্দেশনা তিনি পাননি, তাই তিনি তা করেননি।
Comments