মাদারীপুরে শিশু নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে লাশ উদ্ধার
মাদারীপুরের আড়িয়াল খা নদ থেকে নিখোঁজের তিন দিন পর তিন বছরের শিশু সুলায়মান সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার মহিষেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু সুলায়মান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিরহাট এলাকার সুমন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে পাট ধোয়ার জন্য নদীতে যান সুলায়মানের বাবা। ওই সময় বাবার পেছনে পেছনে নদীর দিকে যায় শিশুটি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সেদিন শিশুটিকে পাওয়া যায়নি।
তিন দিন পর সোমবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments