Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সীতাকুণ্ড পৌরসভা রেল স্টেশনের সংলগ্ন এ ঘটনা ঘটে। 

জানা যায়, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ঢাকামূখী ট্রেন থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন আরমান আরমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেপরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে অল্প কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

মোঃ আরমান ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বাউরা গ্রামের মোঃ আনিছের ছেলে। 

নিহত আরমানের বড় ভাই মোঃ রোমান বলেন, আমার ছোট ভাই চট্টগ্রামের কাটগড় এলাকায় একটি হোটেলে কাজ করতো। সোমবার ময়মনসিংহের গ্রামের বাড়িতে আমার বিয়ের আয়োজন ছিল। বিয়ে উপলক্ষে সে ট্রেনে করে বাড়ি যাচ্ছিল। অসতর্কতায় সে ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে মারা যায়।

এদিকে সীতাকুণ্ড রেল স্টেশন মাস্টার ট্রেন থেকে যুবক পড়ে মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।