Image description

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদক নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক যুবক মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।

এর আগে সোমবার রাতে উপজেলার চর মরজাল গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত মোবারক হোসেন (২৩) ওই গ্রামের প্রয়াত গোলাপ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারকের সঙ্গে একই এলাকার দুই যুবকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করা হয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন মোবারক।

খবর পেয়ে স্বজনরা মোবারকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ বলেন, নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

ময়নাতদন্ত শেষে মোবারকের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।