
বগুড়ার শিবগঞ্জে বালুবাহী দুটি ট্রাকের সংঘর্ষে চালক মনির (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেল্পার লায়ন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মহাস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির পঞ্চগড় সদর থানার গোলেয়াপাড়া গ্রামের সাত্তারুল ইসলামের ছেলে। আহত লায়ন একই থানার দলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বগুড়ার দিকে যাওয়ার পথে মহাস্থান এলাকায় পৌঁছানোর সময় সামনের বালুবাহী ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছনের ট্রাক দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মনির ট্রাকের মধ্যে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হেল্পার লায়নকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহত চালকের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বালু আনলোডের পর ট্রাক দুটি হেফাজতে নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
Comments