Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগের চিকিৎসার জন্য তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন।

নজরুল ইসলাম খান গত ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছিলেন। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও থাইল্যান্ডের চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেংয়ের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। এরপর তিনি ৩০ আগস্ট সিঙ্গাপুরে যান এবং ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন।

চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির জন্য পরীক্ষা-নিরীক্ষা করান এবং পরদিন ৩ সেপ্টেম্বর ভর্তি হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। ৩ সেপ্টেম্বর বিকেলে নজরুল ইসলাম খান বিএনপি মহাসচিবের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বিএনপি ও নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।