Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে ডেকে পাঠানোর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার একটি ফটোকার্ডের নিচে শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান মিলন কুরুচিপূর্ণ মন্তব্য করে লেখেন, “এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক যৌনকর্মী।” তার এই মন্তব্য ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, গত সেপ্টেম্বরে জুলাই ৩৬ হলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১১টার পর হলে ফেরার কারণে ৯১ জন ছাত্রীকে মঙ্গলবার ও বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষের অফিসে উপস্থিত থাকতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে আনিসুর রহমান মিলন, যিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সিরাজগঞ্জের বাসিন্দা, তার ফেসবুকে এই আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে তিনি তার ফেসবুক আইডি নিষ্ক্রিয় করে দেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “যেকোনো নারী শিক্ষার্থীর প্রতি অবমাননাকর মন্তব্যকে আমরা গুরুত্বের সঙ্গে দেখব। এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যকারীকে আইনের মুখোমুখি করা হবে। জেন্ডার বৈষম্য তো দূরের কথা, এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”