Image description

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হতে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুলের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, ছাত্রলের সদস্য সচিব পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, মহিলা দলের সভাপতি রিতু আলম, সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ, মৎস্যজীবি দলের সভাপতি মাসুদ রানা, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আজিজুল ইসলাম উজ্জল মাস্টার প্রমূখ। 

বক্তারা বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের ওপর ইর্শ্বান্বিত হয়ে এবং তার জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে কতিপয় কুলাঙ্গার মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই কুলাঙ্গারদের প্রতিহত করতে হবে। একই সাথে মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিকসহ জামায়াতের ও স্বৈরশাসকদের সঙ্গে আঁতাতকারীদের বহিস্কারের দাবি জানান এই বক্তারা।