Image description

গত বছরের ১৬ জুলাই ‘চলে আসুন ষোলশহরে’ সামাজিক যোগাযোগমমাধ্যম ফেসবুকে এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। সাহসী এ ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার শহীদ ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজার পেকুয়ায় যান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। তারা শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর কবর জিয়ারত করেন।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোলশহরে’ এ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তাঁর ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। 

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও রয়ে গেছে।