
ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৯টার পর শামীম ইস্কান্দারের গুলশান-২ এর বাসায় পারিবারিক অনুষ্ঠানে যান তিনি। সেখানে পরিবারের অনেকের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন।
শনিবার রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে ভাইয়ের বাসার উদ্দেশ্যে একটি গাড়িতে রওনা হন বিএনপি চেয়ারপার্সন। এ সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ— ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আবার সেখানে গেলেন।
গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পারমর্শ অনুয়ায়ী তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ৭ জানুয়ারি লন্ডন যান।
Comments