
টাঙ্গাইল শহরের থানাপাড়ায় আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার রাত ৯টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইল শহর ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজীদ বোস্তামীর ফেসবুক আইডিতে ঝটিকা মিছিলের ভিডিওটি দেখা যায়। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে দেখা যায়। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের সবার মুখেই মাস্ক লাগানো ছিল।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই মালঞ্চ হল রোড থেকে একদল লোক মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে কিছু দূর এগিয়েই মিছিলটি শেষ করে তারা চলে যায়। মিছিলে প্রায় ১০ থেকে ১২ জন লোক ছিল।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি। কে বা কারা করেছে এখনও তা নিশ্চিত করা যায়নি। আমরা দুজনকে আটক করেছি। তবে তারা এ ঘটনার সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ঘটনার সাথে কারা জড়িত জানা যাবে।’
Comments