Image description

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে গণজমায়েতে জড়ো হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর ৩টায় শাহবাগ চত্বরে এই গণজমায়েত শুরু হয়।

জমায়েতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে তোলেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘চারদিকে খবর দে- আওয়ামী লীগের কবর দে’, ‘লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাইদ-মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, এবং ‘টু জিরো টু ফোর, আওয়ামি লীগ নো মোর’।

মহাখালী থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, ‘ছাত্র জনতাকে গণহত্যা করেছে যে লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সরকার ছাত্রদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। যতক্ষণ না সরকার তাদের গণহত্যার দায়ে অভিযুক্ত করে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।’

গণঅভ্যুত্থানে নিহত ফাহমীন জাফরের মাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যে এই আন্দোলনে নামতে হবে সেটা কখনো ভাবি নি। যে আওয়ামী লীগ আমার সন্তানসহ বহু মায়ের সন্তানদেরকে হত্যা করেছে সে আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদেরকে নিষিদ্ধ করতেই হবে।’

এর আগে, শুক্রবার (৯ মে) রাত ১১টায় হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন। পাশাপাশি অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন তিনি।