
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের ছয় মাসের মাথায় সন্তানের জন্ম দেওয়ায় যে সমালোচনা হয়েছিল, এবার সে বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের ঘটনা নিয়ে সমালোচনা এখনও চলে, যা বিরক্তিকর।
নেহা ধুপিয়া বলেন, “আমি অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে কন্যাসন্তানের জন্ম দিই। কীভাবে এটা সম্ভব হলো, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এখনও দেখি, কোনো অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন তা নিয়ে সমালোচনা হয়। যাই হোক, আমি অন্তত নীনা গুপ্তা এবং আলিয়া ভাটের মতো অভিনেত্রীদের সঙ্গে একই সারিতে রয়েছি।”
অভিনেত্রী মনে করেন, সমাজ যতই আধুনিক হোক না কেন, মাতৃত্ব নিয়ে এখনো মানুষের পুরোনো ধ্যান-ধারণার পরিবর্তন হয়নি। তিনি সচেতনতা তৈরি করার ওপর জোর দিয়ে বলেন, নারীদের স্বাস্থ্য বিষয়ক যেসব পুরনো ধারণা রয়েছে, সেগুলো বদলানো জরুরি। তিনি আরও বলেন, এই বিষয়গুলো লুকিয়ে রাখার কিছু নেই এবং যতই সমালোচনা হোক না কেন, তিনি মুখ বন্ধ রাখবেন না।
উল্লেখ্য, নেহার এই খোলামেলা মন্তব্যের পরও কিছু নিন্দুক এই দম্পতিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন যে, গর্ভধারণের কথা জানার পরই তারা তড়িঘড়ি করে বিয়ে করেছেন।
Comments