
ঢাকার ইডেন কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ইলেকট্রিশিয়ান শাওন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও, নিউমার্কেট থানার একটি হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়াকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
শাওন হত্যা মামলা: গত বছরের ১৯ জুলাই ইডেন কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হন। এ ঘটনায় ২১ জানুয়ারি লালবাগ থানায় নিহত শাওনের আত্মীয় পরিচয় দিয়ে ইকবাল মজুমদার তৌহিদ শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
হত্যাচেষ্টা মামলা: গত বছরের ২ আগস্ট নিউমার্কেট ২ নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানোর অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। এতে বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী আহত হন।
Comments